• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে বাংলাদেশের সেরা এয়ারলাইন্সের পুরষ্কার পেলো ইউএস-বাংলা

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৬:৫১ পিএম

মালদ্বীপে বাংলাদেশের সেরা এয়ারলাইন্সের পুরষ্কার পেলো ইউএস-বাংলা

সিটি নিউজ ডেস্ক

মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশের সেরা এয়ারলাইন্সের পুরষ্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সিঙ্গাপুর ভিত্তিক নিউজ পোর্টাল ভয়েজ এশিয়ান ডট নিউজের আয়োজনে রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই স্বীকৃতি দেয়া হয় দেশের বেসরকারি এই বিমান সংস্থাকে।

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলাকে ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু করে দীর্ঘ দিনের কষ্ট নিরসন করার জন্য, অন-টাইম ডিপারচারসহ বাংলাদেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখায় “সেরা এয়ারলাইন্স” এর পুরস্কার প্রদান করেছে ভয়েজ এশিয়ান ডট নিউজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিআইপি  সোহেল রানা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম “সেরা এয়ারলাইন্স” এর ক্রেস্ট অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করেন। ৩ নভেম্বর ২০২২ তারিখে মালদ্বীপের রাজধানী মালেতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভয়েজ এশিয়ানের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জুয়েলসহ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১৯ নভেম্বর শুরু হওয়া ঢাকা-মালে ফ্লাইটের এক বছর পূর্তিতে এ ধরনের একটি স্বীকৃতি ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী সেবায় আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হবে।

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৬ ও ২০২২ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক বেস্ট ডমেস্টিক এয়ারলাইন, এ ছাড়া ২০১৬ সালে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপ্টার এয়ারলাইন অব দ্যা ইয়ার-ভূষিত হয়েছিল।

 

এআরআই

আর্কাইভ