• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাইডেনের পদত্যাগ দাবি

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ১২:৫২ এএম

বাইডেনের পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগের দাবি উঠেছে যুক্তরাষ্ট্রে । আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ শতাধিক মানুষ নিহত হবার ঘটনায় বাইডেনের পদত্যাগের দাবি করেছে মার্কিন নাগরিকরা।

জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বৃহস্পতিবার (২৬ আগষ্ট) টুইটে বলেন, ‘বাইডেন কি এবার পদত্যাগ করবেন, নাকি তাকে সরানো হবে? তবে বাইডেন সরে গেলে যদি কমলা হ্যারিস প্রেসিডেন্ট হন, তাহলে তা দশগুণ খারাপ হবে। ঈশ্বর আমাদের রক্ষা করুন।’

নিক্কির এই টুইটের পর রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য ও সিনেটররা টুইট করে বাইডেনের পদত্যাগ অথবা ইমপিচমেন্ট দাবি করতে থাকেন। রিপাবলিকান সাংসদরা বলতে থাকেন, যদি একটা ফোনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা হয়ে থাকে, তাহলে এত বড় ঘটনায় কেন বাইডেনের ইমপিচমেন্ট হবে না।

তারা মনে করেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া বাইডেনের চরম গাফিলতির প্রকাশ। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম রোববার বাইডেনের পদত্যাগ চান।  

শামীম/নির্জন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ