• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শিশুদের জন্য করোনা টিকার অনুমোদন দিল কানাডা

প্রকাশিত: মে ৬, ২০২১, ১২:০৫ পিএম

শিশুদের জন্য করোনা টিকার অনুমোদন দিল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

শিশু ও কিশোরদের জন্য কোভিড-১৯-এর টিকা তৈরি করেছে মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। এবার শিশুদের এই টিকার অনুমোদন দিল কানাডা।

বুধবার (৫ মে) কানাডার ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ 'হেলথ কানাডা' ফাইজার-বায়োএনটেকের তৈরি এ টিকার অনুমোদন দেয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে শিশু-কিশোরদের জন্য করোনা টিকার অনুমোদন দিল দেশটি।

এক সংবাদ সম্মেলনে হেলথ কানাডার প্রধান পরামর্শক সুপ্রিয়া শার্মা বলেন, 'ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাপ্ত তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে যে প্রাপ্তবয়স্কদের মতো এই টিকা শিশু-কিশোরদের করোনার সংক্রমণ ঠেকাতে পারে। তাই কানাডার স্বাস্থ্য বিভাগ এ টিকার অনুমোদন দিয়েছে। শিশুদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষা দিতে কানাডায় এটিই প্রথম টিকা।' 

মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কানাডার জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে জানান তিনি।
ফাইজারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুদের টিকা দেয়ার বিষয়টি মূল্যায়ন করে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দ্রুত টিকাটির অনুমোদন দিবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

নিজেদের উদ্ভাবিত করোনার টিকা শিশুদের ক্ষেত্রে শতভাগ কার্যকর বলে দাবি করেছে ফাইজার। ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের শরীরে এই টিকা ভালো সহনীয় বলেও দাবি করছে প্রতিষ্ঠাটি।

এএএম/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ