• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

গর্ভপাতে বিধিনিষেধ : যুক্তরাষ্ট্রে নারীদের বিক্ষোভ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৯:৫৪ পিএম

গর্ভপাতে বিধিনিষেধ : যুক্তরাষ্ট্রে নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

গর্ভপাতের ওপর বিধিনিষেধ বৃদ্ধির প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছেন হাজারও নারী। স্থানীয় সময় শনিবার (২ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে ৬৬০টি বিক্ষোভ হয়। এর মধ্যে ওয়াশিংটন ডিসিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বিক্ষোভটি ছিল অন্যতম।

সম্প্রতি টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাতবিষয়ক পাস হওয়া একটি আইনকে কেন্দ্র করে নারীদের এই বিক্ষোভ শুরু হয়। ওই আইনে গর্ভধারণের ছয় সপ্তাহ পর থেকে গর্ভপাত নিষিদ্ধ করা হয়।

গত মাস থেকে এই আইন কার্যকর হয়। একে যুক্তরাষ্ট্রের গর্ভপাতবিষয়ক সবচেয়ে কঠোর আইন বলা হচ্ছে।

ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের আশেপাশের রাস্তা দখল করে, ‘আমার শরীর, আমার সিদ্ধান্তস্লোগান দিতে থাকেন। স্লোগান দেওয়ার পাশাপাশি তারা জোরে জোরে ড্রামও বাজাতে থাকেন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখা ব্যাপার দেখা যায়।

১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রো বনাম ওয়েডনামের ঐতিহাসিক রায়ে মার্কিন নারীদের গর্ভপাতে বৈধতা দেওয়া  হয়েছিল। সেই বিষয়টি সামনে এনে বিক্ষোভে অনেকেই ১৯৭৩লেখা টি-শার্ট পরেছিলেন।

রো বনাম ওয়েড আইনের প্রসঙ্গ তুলে টেক্সাসের গর্ভপাতবিরোধী নতুন আইনের সমালোচনা করছেন আন্দোলনকারীরা। নতুন আইনকে ১৯৭৩ সালের রো বনাম ওয়েডআইনের লঙ্ঘন বলে মনে করছেন তারা।

জেডআই/এম. জামান

আর্কাইভ