প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৫:৩৬ পিএম
                 
                            
              বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভিড-১৯ বিষয়ক প্রধান মারিয়া ভ্যান
কারখোভ বলেছেন, বিশ্ব এখনও করোনা মহামারি থেকে মুক্ত হয়নি।
ডব্লিউএইচও মঙ্গলবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সরাসরি বক্তব্যে
মারিয়া এই সতর্কতার কথা বলেন। 
ডব্লিউএইচওর এ কর্মকর্তা বলেন,
যদিও অনেকে মনে করছেন
করোনা মহামারি প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু এই মহামারির ঝুঁকি এখনও শেষ হয়ে যায়নি।
মারিয়া বলেন, পরিস্থিতি এখনও অবিশ্বাস্য রকমের ভয়ানক। এই
ভাইরাসের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
করোনাভাইরাস ও টিকা নিয়ে ভুল তথ্যের ছড়াছড়ির কারণে মানুষের মৃত্যু বাড়ছে বলেও
সতর্ক করেন ডব্লিউএইচওর কোভিড-১৯ টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া।
মারিয়া বলেন, গত সপ্তাহে বিশ্বে ৩১ লাখ মানুষ নতুন করে
করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন আরও ৫৪ হাজার মানুষ। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক
সংস্থার কাছে এই তথ্য এসেছে। তবে প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি হতে পারে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত
বিশ্বে কমপক্ষে ৪৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
ডব্লিউএইচওর কোভিড-১৯ বিষয়ক প্রধান বলেন, যেসব মানুষ টিকা
নেননি, এখন তারাই বেশি করোনায় সংক্রমিত হয়ে মারা
যাচ্ছেন। 
শামীম/এম. জামান