• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বিকেলে থামতে পারে ইয়াসের তাণ্ডব

প্রকাশিত: মে ২৬, ২০২১, ০২:৩৩ পিএম

বিকেলে থামতে পারে ইয়াসের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ তাণ্ডব চালাচ্ছে ওড়িশার বালেশ্বরের দক্ষিণে। ধারণা করা হচ্ছে, আগামী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস উপকূল অতিক্রম করবে। সে হিসেবে বিকেল নাগাদ ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়তে পারে। 

বর্তমানে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে আঘাত হানতে হানতে ডামরার উত্তর এবং বালেশ্বরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করছে। বুধবার (২৬ মে) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শামসুদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির কারণে বাংলাদেশের উপকূল এলাকা বিশেষ করে খুলনা উপকূলে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। কোথাও কোথাও গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আবহাওয়ার ১৭ নং বিশেষ বিজ্ঞপ্তিতে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর ১২টা নাগাদ ডামরার উত্তর এবং বালেশ্বরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম শুরু করেছে। অদূরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে ঝড়টির উপকূল অতিক্রম সম্পন্ন করার সম্ভাবনা রয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের কেন্দ্রের ৮৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া সাগর বিক্ষুব্ধ রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

নির্ঝর/সবুজ/এম. জামান
আর্কাইভ