• ঢাকা শুক্রবার
    ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে বাস-মিনিবাস শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি পালিত

প্রকাশিত: মে ২, ২০২৫, ০৭:১৮ পিএম

সৈয়দপুরে বাস-মিনিবাস শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি পালিত

নীলফামারী প্রতিনিধি

 নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ: ২২০) প্রধান কার্যালয়ের নামে  নীলফামারীতে একটি  অবৈধ সাইনবোর্ড টাঙানোর প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২ মে) বিকেলে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিনের ব্যানারে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের ওই মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের  সংগ্রামী সভাপতি মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি মো. দেলোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা মো. মমতাজ আলী প্রমুখ।
মানববন্ধনে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক মো. জাহাঙ্গীর  আলম, কার্যকরী সদস্য মো. আইনুল হুদা, ক্রীড়া সম্পাদক মো. স্বপন, কোষাধ্যক্ষ মনছুর আলী এমাদিসহ বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নীলফামারী জেলার প্রাণ কেন্দ্র হচ্ছে সৈয়দপুর। তাই সৈয়দপুরে সার্বিক ও গুরুত্ব বিবেচনায় এখানে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়টি বিগত ১৯৭৮ সালে স্থাপিত হয়। সেই থেকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অবস্থিত ওই কার্যালয়টি থেকে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সার্বিক কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে। আর গত ১৩ ফেব্রæয়ারি সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কিন্তু নির্বাচনের পর কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের স্বার্থে সংগঠন নিয়ে কঠিন  একটি চক্রান্ত শুরু করেছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই ব্যক্তিরা নীলফামারীতে একটি উপকমিটি গঠন করেছিল। সে সময় সংগঠনের শ্রমিকদের কল্যাণের বিপুল পরিমাণ অর্থ তছরুপ করেছে তারা। তারা এখনও নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা গত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মহান মে দিবসে নীলফামারী বাস টার্মিনালে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের নামে পৃথক একটি সাইন বোর্ড উত্তোলন করেছে। নীলফামারী জেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনকেও বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়েছে।

বক্তারা নীলফামারী বাস টার্মিনালে টাঙানো নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ্ইউনিয়নের প্রধান কার্যালয়ের নামে টাঙানো বোর্ড অবিলম্বে অপসারণের দাবি জানান। অন্যথায় আগামীতে সকল শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।  

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ