প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৬:০২ পিএম
                 
                            
              সিরিয়ার কারাগারে যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি বাহিনীর সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত কয়েক দিনের এই
সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০
জনে।
রোববার
(৩০ জানুয়ারি) এক বিবৃতিতে কুর্দি
বাহিনী জানিয়েছে যে, তারা টানা
কয়েক দিনের লড়াইয়ে আইএস সদস্যদের প্রতিহত
করতে পেরেছে। একই সঙ্গে লড়াই
সমাপ্তির ঘোষণা করার কথা নিশ্চিত
করেছে সংগঠনটি। 
গত
বৃহস্পতিবার থেকে কুর্দি ও
আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছিল দেশটিতে। সহিংসতার জেরে হাসাকাহ শহরে
কুর্দি পরিচালিত গোরান কারাগারে আইএস সদস্যদের হামলার
পর শুরু হয় দু'পক্ষের সংঘর্ষ।
গত
বুধবার ৬ দিনের রক্তক্ষয়ী
সংঘর্ষের পর কুর্দি বাহিনী
কারাগারটি পুনরায় উদ্ধারের কথা জানায়। 
নূর/ডা