• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আসন্ন বৈঠকে পুতিনকে চাপে রাখতে চান বাইডেন

প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৫:৪৩ পিএম

আসন্ন বৈঠকে পুতিনকে চাপে রাখতে চান বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

আগামী মাসের মাঝামাঝি সময়ে জেনেভায় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন বৈঠকে মানবাধিকার বিষয়ে পুতিনের ওপর চাপ সৃষ্টি করবেন বলে জানিয়েছেন জো বাইডেন।  

জেনেভায় মূলত ১৬ জুন দেখা হতে পারে বাইডেন পুতিনের। বৈঠকের কথা ইঙ্গিত করে বাইডেন বলছেন, সেখানে আমরা চুপ থাকব না এবং তার ওপর মানবাধিকার বিষয়ে চাপ তৈরি করা হবে।

মেমোরিয়াল ডে সামনে রেখে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাইডেন। অনুষ্ঠানে ছয় বছর আগে ক্যান্সারে মারা যাওয়া নিজের ছেলের কথাও তোলেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং সোলার উইন্ড সাইবার অ্যাটাকের রুশ সংযোগের অভিযোগে ক্ষমতায় বসার পর থেকে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাইডেন।

ছাড়া পুতিনবিরোধিতায় সরব অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা পরবর্তীতে তাকেই আবার কারাগারে আটকের ঘটনাতেও শক্ত প্রতিবাদ করেছে ওয়াশিংটন।

ইউক্রেন ইস্যুতেও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো যাচ্ছে না। ইউক্রেনের বড় একটা অংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া।

দুই নেতার বৈঠকের আগে বেলারুশও হঠাৎ করে একটা ইস্যু হয়ে উঠেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরোধী একজন ভিন্নমতাবলম্বী সাংবাদিককে গ্রেফতার করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করতে বাধ্য করে বেলারুশ। নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশটিকে। ঘটনায় বেলারুশের বিপক্ষে বিমান ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

শামীম/নির্জন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ