• ঢাকা মঙ্গলবার
    ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

এবার কম বয়সীদের ওপর পরীক্ষা চালাবে ফাইজার

প্রকাশিত: জুন ৯, ২০২১, ০৩:৩১ পিএম

এবার কম বয়সীদের ওপর পরীক্ষা চালাবে ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ১২ বছরের কম বয়সী শিশুদের ওপর পরীক্ষামূলকভাবে করোনার টিকা প্রয়োগ শুরু করতে যাচ্ছে। শিশুদের ওপর স্বল্পমাত্রার টিকার একটি ডোজ ব্যবহার করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিক পর্যায়ে ফিনল্যান্ড, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্রের ৯০টির বেশি ক্লিনিকে সাড়ে ৪ হাজার শিশুকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হবে।

পরীক্ষার প্রথম পর্যায়ে ১৪৪ শিশুর ওপর দুই ডোজ টিকা প্রয়োগ করা হয়। তার ভিত্তিতে এর নিরাপত্তা, সহনশীলতা ও প্রতিরোধ সক্ষমতার ফলের ভিত্তিতে ফাইজার জানিয়েছে, ৫ থেকে ১১ বছর বয়সীদের ওপর তারা ১০ মাইক্রোগ্রামের ডোজ এবং ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুর ওপর তিন মাইক্রোগ্রামের ডোজ প্রয়োগ করবে।  

ফাইজারের এক মুখপাত্র জানান, পাঁচ থেকে ১১ বছরের শিশুর ওপর টিকা প্রয়োগের ফল সেপ্টেম্বর নাগাদ জানা যাবে বলে তারা আশা করছেন এবং এরপর নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কাছে এ টিকা শিশুদের ওপর প্রয়োগের জরুরি অনুমোদনের জন্য আবেদন করবেন।

এ ছাড়া ছয় মাস থেকে দুই বছরের শিশুদের টিকা প্রয়োগের ফল অক্টোবর বা নভেম্বরে পাওয়া যাবে বলেও জানান তিনি।

শামীম/নির্জন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ