 
              প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৬:১৮ পিএম
 
                 
                            
              ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু বাড়ছেই। সবশেষ খবর পর্যন্ত দেশটিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কেবল নিউইয়র্কেই মারা গেছেন ২৮ জন। এর আগে ঠাণ্ডা ও তুষারপাতের কারণে পিচ্ছিল হয়ে যাওয়া সড়কে দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে কমপক্ষে ৫৭ জনের প্রাণহানি খবর জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
দেশজুড়ে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালের ৪ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে তুষারঝড়ের কারণে কানাডার বিভিন্ন প্রদেশে ৩০ হাজারের বেশি ঘরবাড়ি এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।
এদিন সকাল থেকেই রাস্তাঘাট থেকে তুষার সরাতে কাজ শুরু করে উদ্ধারকর্মীরা। নতুন করে আরও বেশকয়েকটি মরদেহও উদ্ধার করা হয়। শহরটির ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে সামিরক পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেকে জায়গায় জরুরি অবস্থার মধ্যেই লুটপাটের ঘটনা ঘটেছে।
                      
সজিব/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      