• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চলন্ত প্লেন থেকে ঝাঁপ দিলো যাত্রী

প্রকাশিত: জুন ২৭, ২০২১, ১০:১৬ এএম

চলন্ত প্লেন থেকে ঝাঁপ দিলো যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

যাত্রীরা সবাই উঠে গেছে। যাত্রা শুরু করেছে প্লেন। রানওয়েতে ধীরে ধীরে চলছে এটি। কিন্তু এরই মাঝে ঘটল বিপত্তি। ইমার্জেন্সি দরজা খুলে লাফ দিয়ে নীচে পড়ল এক যাত্রী। মূলত ককপিটে না ডুকতে পেরেই লাফ দেয় ওই যাত্রী।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের। শুক্রবার (২৫ জুন) সেখানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বিবিসি জানায়, লস অ্যাঞ্জেলসের বিমানবন্দর থেকে স্কাইওয়েস্ট এয়ারলাইন্সের একটি প্লেন সল্ট লেক সিটিতে যাচ্ছিল। উড্ডয়নের পর পরই একজন যাত্রী নিজের সিট ছেড়ে উঠে পড়ে। প্লেনের ককপিটে প্রবেশের চেষ্টা করে ওই যাত্রী। তবে এতে ব্যর্থ হয়ে ইমার্জেন্সি দরজা খুলে নিচে ঝাঁপ দেন তিনি।

পরে ওই যাত্রীকে বিমানবন্দরের ট্যাক্সিওয়ে থেকে আটক করা হয় এবং পরবর্তীতে হাসপাতালে নেয়া হয়। তবে এখনো ওই যাত্রীর পরিচয় জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের প্লেনগুলোতে এ ধরনের ঘটনা ক্রমেই বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই চলন্ত ফ্লাইটের ভেতরে প্রায় তিন হাজার বার এ ধরনের ঘটনা ঘটেছে।

মামুন/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ