• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউক্রেনকে ফাইটার জেট দিচ্ছে পোল্যান্ড

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৪:৩৯ পিএম

ইউক্রেনকে ফাইটার জেট দিচ্ছে পোল্যান্ড

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদা বলেছেন, ভবিষ্যতে তারা তাদের সমস্ত মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনে পাঠাতে প্রস্তুত। ইতিমধ্যেই তারা ১৪টি সোভিয়েত-তৈরি বিমান কিয়েভে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বিষয়টি জানিয়েছে।

বুধবার পোল্যান্ডের রাষ্ট্রপতি ডুদা ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে সফররত একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করি ভবিষ্যতে আমরা আমাদের মিগ-২৯ এর পুরো বহর ইউক্রেনে হস্তান্তর করতে সক্ষম হব, যদি প্রয়োজন হয়।

তিনি বলেন, তবে এই পদক্ষেপের জন্য ন্যাটোভুক্ত মিত্রদের কাছ থেকে সবুজ সঙ্কেতের প্রয়োজন হবে। কারণ পোল্যান্ডের দখলে থাকা অবশিষ্ট ফাইটার জেটগুলি এখন ন্যাটোর মানদণ্ডের সাথে খাপ খাইয়ে নেয়া হয়েছে।

তিনি বলেন, পোল্যান্ড তার পুরানো মিগ-২৯ ইউক্রেনে পাঠাতে পুরোপুরি সক্ষম। কারণ তারা সম্প্রতি তাদের নতুন অর্ডারে দক্ষিণ কোরিয়ার এফএ-৫০ ফাইটার জেট এবং মার্কিন এফ-৩৫ স্টিলথ জেট এর অনুমোদন পেয়েছে।

এরমধ্যে প্রথম ৫০টি এফএ-৫০ ফাইটার জেট এই বছরই পোল্যান্ডে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে। ৩২টি এফ-৩৫ জেট পরের বছর আসতে পারে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ