• ঢাকা রবিবার
    ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আধুনিক ড্রোন উৎপাদনে যাচ্ছেন পুতিন, দরকার ৬ বিলিয়ন ডলার

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৯:৪০ পিএম

আধুনিক ড্রোন উৎপাদনে যাচ্ছেন পুতিন, দরকার ৬ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ড্রোন উন্নয়ন প্রকল্পে ৫০০ বিলিয়ন রুবল বা ৬.১ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। 

রুশ গণমাধ্যম আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ তথ্য জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এ প্রকল্প হাতে নেন রুশ প্রেসিডেন্ট। 

আগামী ১ জুনের মধ্যে এ প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করতে তাগিদ দেন পুতিন। ২০৩০ সালের মধ্যে অত্যাধুনিক ড্রোন উৎপাদনে যাবে রাশিয়া।

ফেব্রুয়ারিতে এ প্রকল্প হাতে নেওয়ার সময় পুতিন বলেছিলেন, আমরা নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করতে চাই। এ জন্য এ ড্রোন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 

রাশিয়া আগেও ড্রোন তৈরি করেছে কিন্তু ওইগুলো মানের দিক থেকে ইরান বা তুরস্কের ড্রোনের চেয়ে তুলনামূলকভাকে পিছিয়ে আছে।

এ কারণে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের তৈরি শাহেদ নামে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করতে দেখা গেছে।

 

বিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ