• ঢাকা মঙ্গলবার
    ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদবী

প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ০৮:৫০ পিএম

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদবী

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়েবঙ্গবন্ধু চেয়ারপ্রতিষ্ঠা করতে যাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে এইচেয়ারপ্রতিষ্ঠা করা হবে।

শনিবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় আইসিসিআর।

বঙ্গবন্ধু চেয়ারপদটির দায়িত্বে থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশ বিষয়ক বিদেশি অধ্যাপক-বিশেষজ্ঞরা।

এই পদের মাধ্যমে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৃবিজ্ঞান, বৌদ্ধশিক্ষা, ভূগোল, ইতিহাস, আধুনিক ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দেয়া হবে।

ইফাত/নির্জন

আর্কাইভ