• ঢাকা শনিবার
    ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি: যুক্তরাষ্ট্রকে যা বলছে ইসরাইল

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ১০:০৮ এএম

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি: যুক্তরাষ্ট্রকে যা বলছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন শীর্ষস্থানীয় ইসরাইলি কর্মকর্তা এবং বাইডেন প্রশাসনের কর্মকর্তারা।  যদি হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে, সেক্ষেত্রে যে কোনো পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি চায় ইসরাইল।

শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

বৃহস্পতিবার চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি চিঠি চায়। হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে ওয়াশিংটন ইসরাইলকে যে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।

একজন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরাইলকে বলেছেন, মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যের জার ব্রেট ম্যাকগার্কের সঙ্গে জেরুজালেমে বৃহস্পতিবার শীর্ষ ইসরাইলি কর্মকর্তাদের সাথে বৈঠক হয়। এতে ইরান, লেবাননসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা হয়। এছাড়া গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করা নিয়েও কথা হয়।

হোচস্টেইন এবং ম্যাকগার্ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু, কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট, শিন বেটের পরিচালক রোনান বার, মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এসব বৈঠকে মার্কিন দূতের কাছে নিজেদের দাবি তুলে ধরেন তারা।

লেবানন এবং গাজায় দ্রুত যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। যা ব্লু  লাইনের উভয় পাশের মানুষদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে সাহায্য করবে।  সেইসাথে জিম্মি মুক্তির জন্য হামাসকে বিলম্ব না করে যুদ্ধবিরতিতে সায় দিতে হবে।

মার্কিন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন জনসমক্ষে উভয় বিষয়ে আলোচনা করবে না।

এ দিকে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী হোচস্টেইন এবং ম্যাকগার্কের সাথে আলোচনা করেছেন। যেখানে চুক্তি কার্যকর করা এবং নিরাপত্তার জন্য যে কোনও হুমকিকে ব্যর্থ করার জন্য ইসরাইলের ক্ষমতা এবং স্বাধীনতা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে।

আর্কাইভ