• ঢাকা শনিবার
    ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনি প্রেসিডেন্ট

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১০:২৫ এএম

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিকভাবে স্বীকৃত পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে তার যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে।

এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে বলে জানা গেছে। তবে তার আগেই ফিলিস্তিনি প্রেসিডেন্টের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৯ আগস্ট) এক ঘোষণায় জানিয়েছে, মাহমুদ আব্বাসের ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) এবং ফিলিস্তিন লিবারেশন অর্গনাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ‘ভিসা প্রত্যাখ্যান ও বাতিল’ করতে যাচ্ছে তারা। তবে জাতিসংঘের সদরদপ্তর চুক্তি অনুযায়ী ভিসার ক্ষেত্রে ফিলিস্তিনি মিশন যে ছাড় পেত সেটি তারা পাবেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও দেশটির প্রতিনিধিরা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নাও পারেন।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেমো পেয়েছে। এতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসহ অন্যান্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের কথা বলা হয়েছে।

ভিসা নিষেধাজ্ঞা ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগট বলেছেন, ‘ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে মার্কিন আইন অনুযায়ী ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন এবং ফিলিস্তিনি অথরিটির সদস্যদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হবে’।

তিনি আরও বলেন, ‘শান্তি আলোচনায় গুরুতর অংশীদার হিসেবে বিবেচনা করার আগে তাদের অবশ্যই সন্ত্রাসবাদকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে এবং একটি কাল্পনিক (ফিলিস্তিন) রাষ্ট্রের একতরফা স্বীকৃতি খোঁজা বন্ধ করতে হবে, যা ফলপ্রসূ নয়’।

আর্কাইভ