• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

এক নজরে আজকের ইতিহাস

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০৫:২১ পিএম

এক নজরে আজকের ইতিহাস

সিটি নিউজ ডেস্ক

আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৬ আগস্ট ২০২২, রোজ মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন আর কারা মৃত্যুবরণ করেছিলেন।

১৮৩৪ - চার্লস ডারউইন চিলির কাম্পানা পর্বতে ওঠেন।

১৮৫৮ - ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ পাঠান।

১৮৬৭ - কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।

১৮৯৮ - এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পান।

১৯০৪ - নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু।

১৯০৫ - বঙ্গভঙ্গ আইন কার্যকর।

১৯১০ - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী গ্রন্থ গীতাঞ্জলির প্রথম প্রকাশিত।

১৯৪৬ - মুসলীম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।

১৯৬০ - সাইপ্রাস দ্বীপ স্বাধীন হয়।

১৯৭৫ - সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

১৯৭৫ - সুদান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার ও নারীদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়।

জন্ম:

১৮৪৫ - নোবেলজয়ী পদার্থবিদ গাব্রিয়েল লিপমান।

১৮৯২- মার্কিন কার্টুনিস্ট অটো মেসমার।

১৮৯৫ - অস্ট্রিয়ান অভিনেত্রী লিয়ান হেইড।

১৯৩০- ইংরেজ কবি ট্রেড হিউজ।

১৯০৪ - নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ ওয়েনডেল মেরিডিথ স্ট্যানল।

মৃত্যু:

১৮৮৬ - রামকৃষ্ণ পরম সংসদেব (গদাধর চট্টোপাধ্যায়)।

১৯৪৮ - বেব রুথ, মার্কিন বেসবল খেলোয়াড়।

১৯৭৭ - এলভিস প্রেসলি, কিংবদন্তিতুল্য মার্কিন রক সংগীত শিল্পী।

১৯৯৭ - নুসরাত ফতেহ আলি খান, পাকিস্তানের কিংবদন্তিতুল্য কাওয়ালি সংগীত শিল্পী।

২০০৩ - ইদি আমিন, উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক।

আরআই
আর্কাইভ