• ঢাকা সোমবার
    ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বনানীর আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০২:১০ পিএম

বনানীর আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের কর্মীদের দীর্ঘ ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।


তিনি জানান, শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকন ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ৯টা ১৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রচুর ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। অবশেষে ৪ ঘণ্টার চেষ্টা করার পর দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভেতরে প্রচণ্ড তাপ ও ধোঁয়া রয়েছে। আমাদের টিম এখনও কাজ করছে।


তিনি আরও জানান, ভেতরে সলিউশন, কাঠ, পিতল এবং অনেক দাহ্য পদার্থ রয়েছে। যার কারণে প্রচুর হিট (তাপ) এবং ধোঁয়ার সৃষ্টি হয়।

সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও বিমানবাহিনী কাজ করছে। সেই সঙ্গে সেচ্ছাসেবী সংগঠন রয়েছে। রয়েছে সিটি কর্পোরেশনের মেডিকেল টিম। 

বনানী থানার (ওসি) নুরে আজম মিয়া ঘটনাস্থল থেকে জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবাহিনীও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে।

টিআর/নির্জন

আর্কাইভ