
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৩:৪১ পিএম
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট আজও ছিল স্পিন সহায়ক। প্রথম ওভার থেকেই বল টার্ন করছিল। তবে সেই টার্নিং ট্র্যাকে সাইফ হাসান ও সৌম্য সরকার দেখালেন ভিন্ন মানসিকতা আত্মরক্ষায় নয়, বরং আক্রমণকেই বানালেন কৌশল।ফলে তাতেই বাজিমাত। অলিখিত ফাইনালে দারুণ সূচনা পায় বাংলাদেশ। ৮ ওভারের আগেই ৫০ পেরিয়ে যায় সাইফ-সৌম্যের জুটি।এরপর ১৭৬ রানে গিয়ে থেমে যায় এই জুটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ১ উইকেটে ১৮০ রান। সৌম্য ৮১ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৯১ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেন। সাইফও মারমুখি খেলেন ৭২ বলে ৬ চার ও ৬ ছক্কায় করেন ৮০ রান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দুইজনই পাওয়ারপ্লের সুবিধা নিয়ে বাউন্ডারি খুঁজে নিচ্ছেন নিয়মিত। মিরপুরের ধীরগতির উইকেটেও ব্যাটিংকে করেছেন সহজ ও গতিময়।নবম ওভারের শেষ বলে এলবিডব্লিউর শিকার হয়েছিলেন সাইফ। আম্পায়ারের সিদ্ধান্তে ফেরার পথে রিভিউ নেন তিনি। পরে দেখা যায়, বল পায়ে লাগার আগে লেগেছে ব্যাটে। রিভিউতে টিকে যান সাইফ, আর বাংলাদেশও বজায় রাখে উড়ন্ত ছন্দ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে সমতা ১-১। ফলে আজকের ম্যাচই হয়ে উঠেছে অলিখিত ফাইনাল।দারুণ শুরুর পর এবার দায়িত্ব ওপেনিং জুটির ওপর দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার।