• ঢাকা শনিবার
    ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ট্যানারি শিল্প বন্ধ করতে যাচ্ছে পরিবেশ অধিদফতর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৪:৪৬ পিএম

ট্যানারি শিল্প বন্ধ করতে যাচ্ছে পরিবেশ অধিদফতর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারের চামড়া শিল্পনগরী স্থাপিত হওয়ার পর থেকেই পরিবেশবান্ধব কারখানা স্থাপন হচ্ছে না বলে অনেক অভিযোগ ছিল শুরু থেকে।
তাই পরিবেশ দূষণের দায়ে সাভারের চামড়া শিল্পনগরী বন্ধ করতে যাচ্ছে পরিবেশ অধিদফতর।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশে অচিরেই ট্যানারি শিল্প বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে অধিদফতর। শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলাসহ অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে ট্যানারি শিল্প বন্ধ করা হবে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং মো. শাহীন চাকলাদার অংশ নেন।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘ট্যানারি শিল্প কেন বন্ধ করা হবে না- এই বিষয়ে পরিবেশ অধিদফতর থেকে নোটিস দেয়া হয়েছিল। কিন্তু তারা ওই নোটিশের জবাব দিয়েছে এবং কিছু পরিকল্পনার কথা জানিয়েছে। তাদের ওই জবাব আমাদের কাছে সন্তোষজনক মনে হয়নি। এজন্য আমরা ট্যানারি বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেছি। পরিবেশমন্ত্রী এ বিষয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে না হলেও সিদ্ধান্তটি জানিয়ে রাখবেন। এরপর পরিবেশ অধিদফতর ট্যানারি শিল্প বন্ধের পদক্ষেপ গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হচ্ছে এটা চলতে পারে না। এখন যেভাবে আছে তা চলতে দেয়া যাবে না। আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে সলিড ওস্টেটের। সেখানে এটা ট্রিটমেন্টের কোনো ধরনের সুযোগ-সুবিধা নেই।’

তিনি জানান, এখানে প্রায় ১২৫টি ইউনিট আছে, এর মধ্যে ২৪টি ইউনিট ব্যক্তিগতভাবে আবেদন করেছে। তারা জানিয়েছে তাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আছে। সেটা  পর্যবেক্ষণ করতে হবে। সেগুলো নিয়মের মধ্যে পড়লে সেগুলো বিবেচনা করা যেতে পারে।’

পরিবেশ অধিদফতর তার বিদ্যমান আইনের অধীনে সব প্রক্রিয়া অনুসরণ করেই ট্যানারি শিল্প বন্ধ করবে বলে তিনি জানান।

গত ২৩ আগস্ট সংসদীয় কমিটি পরিবেশ দূষণের দায়ে ট্যানারি শিল্প বন্ধের সুপারিশ করে। পরে পরিবেশ অধিদফতর থেকে তাদের চিঠি দিয়ে কারণ দর্শানো হয়। তবে ওই চিঠির জবাব সন্তোষজনক হয়নি বলে বৃহস্পতিবারের বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি জানান।

জানা যায়, বৈঠকে পরিবেশ দূষণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমপ্লায়েন্স অর্জন না করা পর্যন্ত সাভারের চামড়া শিল্পনগরী বন্ধ রাখার সুপারিশ বাস্তবায়ন না করায় কমিটি অসন্তোষ প্রকাশ করে এবং দ্রুততম সময়ের মধ্যে তা বন্ধ করার জন্য কমিটি আবারও সুপারিশ করে।

ডাকুয়া/
আর্কাইভ