• ঢাকা মঙ্গলবার
    ২৮ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৪:১৫ পিএম

ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ

রাজশাহী ব্যুরো

ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন,  জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বাতিলসহ সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি।

সনদ বাস্তবায়ন আদেশে সুনির্দিষ্ট কিছু বিষয় দেখতে চায় এনসিপি উল্লেখ করে তিনি আরও বলেন, যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে অথবা ঐকমত্য কমিশন লিপিবদ্ধ করেছে সেগুলো গণভোটে যাবে। সংবিধান সংস্কারের বিষয়ে জনগণ রায় দেবে।

তিনি আরও বলেন, নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা না দেয়ার বিষয়টি কমিশনের স্বেচ্ছাচারিতা। প্রয়োজনে রাজনৈতিকভাবে যদি আদায় করতে হয়, তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে।

নির্বাচন প্রসঙ্গে নাহিদ বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। প্রধান উপদেষ্টা ড. ইউনুসের নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান নাহিদ ইসলাম।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ