• ঢাকা শনিবার
    ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

‘খালেদার আবেদনের মতামত আজই পাঠানো হবে’

প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৯:২৯ পিএম

‘খালেদার আবেদনের মতামত আজই পাঠানো হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার মেয়াদ স্থগিতের আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে না মতামত দিয়ে তা আজই (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে আইন মন্ত্রণালয়।

বুধবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে তো জামিন দেওয়া হয়নি। আড়াই বছর আগে তার পারিবারিক একটি দরখাস্ত করা হয়, সেখানে আইনের কোনো উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেটা আইনের মাধ্যমে ৪০১ ধারা অনুযায়ী তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘ মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আমাদের কাছে একটি আবেদন আসছে। আমরা মতামত পাঠিয়ে দেব, সেই মতামত আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানবেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘ওনাদের (খালেদা জিয়া পরিবার) একটা পত্র আমরা পেয়েছি। এটা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। তাদের পরীক্ষা-নিরীক্ষান্তে যে পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে সেখানে প্রেরণ করব আমরা।

এনএম/এফএ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ