• ঢাকা বুধবার
    ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

১২ দলীয় জোটের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন তারেক রহমান

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৪:৫৩ পিএম

১২ দলীয় জোটের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন তারেক রহমান

সিটি নিউজ ডেস্ক

আগামী শুক্রবার (৮ আগস্ট) বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান।

তিনি জানান, আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।

তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণার পর ১২ দলীয় জোটের সঙ্গে এই প্রথম বৈঠক করবেন তারেক রহমান।
 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ