• ঢাকা মঙ্গলবার
    ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বগুড়ায় প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, সুস্থ দুই পাইলট

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০১:০৭ এএম

বগুড়ায় প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, সুস্থ দুই পাইলট

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ক্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় বিমানের দুই পাইলট গ্রুপ ক্যাপ্টেন মাহবুব ও স্কোয়াড্রন লীডার হালিমুর সুস্থ আছেন।

মঙ্গলবার সকাল ১০টা ৩৪ মিনিটে পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি জেলার এরুলিয়ার বিমানবন্দর থেকে উড্ডয়নের একমিনিট পর জরুরি অবতরণ করে। সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে যান্ত্রিক ক্রটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) দুজন বৈমানিকসহ বগুড়ার এরুলিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে।

সকাল ১০টা ৩৪ মিনিটে বিমানটি এরুলিয়া বিমানবন্দর থেকে বিমানবাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল থেকে উড্ডয়ন শুরু করে। প্রশিক্ষণ বিমানটির দুজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মাহবুব ও স্কোয়াড্রন লীডার হালিমুর নিরাপদ ও সুস্থ আছেন।

উল্লেখ্য, দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ বিমানটি বিমানবাহিনীর নিজস্ব তত্বাবধানে মেরামতযোগ্য।

আইএ/

আর্কাইভ