• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট বিচার বিভাগ : প্রধান বিচারপতি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৩:২১ এএম

সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট বিচার বিভাগ : প্রধান বিচারপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালনে বিচার বিভাগ সচেষ্ট আছে এবং থাকবে।

শনিবার (১৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুপ্রিমকোর্ট আয়োজিত সংবিধান প্রবর্তিত হওয়ার ৫০ বছর উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, ‘সংবিধানে বিচার বিভাগকে কাঙ্ক্ষিত স্বাধীনতা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে সাংবিধানিক অনুশাসনের আওতায় থেকে রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গ তার নিজ নিজ দায়িত্ব পালন করবে, এটাই সংবিধানের অন্তর্নিহিত চেতনা।’

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমাদের সংবিধানের সঙ্গে মিশে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লাখ শহীদের রক্ত। সংবিধানে বিচার বিভাগকে দেওয়া হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। সংবিধানের রক্ষক ও পৃষ্ঠপোষক হিসেবে বিচার বিভাগের সঙ্গে নাগরিকদের একটি সম্পর্ক স্থাপন করা হয়েছে।’

তিনি বলেন, ‘সংবিধান ও আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করে সুপ্রিমকোর্ট। বিভিন্ন সাংবিধানিক সংকটে বিচার বিভাগ তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে।’

সংবিধানের ৫০ বছর উপলক্ষে এমন সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘এসব অনুষ্ঠান সংবিধান এবং ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে শুধুমাত্র অবহিত, অবগতই করবে না বরং অনুপ্রাণিত করবে। আমাদের প্রত্যাশা সুপ্রিমকোর্ট সব ক্ষেত্রে সাংবিধানিক ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে অবিচল থাকবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়া, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির  ও সাবেক প্রধান বিচারপতি  মোজাম্মেল হোসেন।

এসএ/

আর্কাইভ