• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালি গেলেন পুলিশের ১৪০ সদস্য

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৫:২৬ এএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালি গেলেন পুলিশের ১৪০ সদস্য

সিটি নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ছেড়েছেন। এর মধ্যে পুলিশ সুপার মহিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর নবম রোটেশনের ৭০ জন এবং পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে ফর্মড পুলিশ ইউনিট-২ এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনসুমায় দায়িত্ব পালনের লক্ষ্যে ওই পুলিশ সদস্যরা ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে মালির উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। পুলিশ সদর দপ্তরের ডিআইজি রুহুল আমিন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্‌ উইংয়ের কর্মকর্তারা তাঁদের বিদায় জানান।

২০১৩ সাল থেকে ফর্মড পুলিশ ইউনিট-১ এর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। একইভাবে ২০১৭ সাল থেকে ফর্মড পুলিশ ইউনিট-২ মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।

দুর্গম ভৌগোলিক অবস্থান, প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পুলিশের সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

 

আর্কাইভ