• ঢাকা সোমবার
    ১৩ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

বনানী-গুলশান সংযোগ সেতুর নিচ থেকে যুবক উদ্ধার

প্রকাশিত: জুন ২৬, ২০২১, ১২:৩৩ এএম

বনানী-গুলশান সংযোগ সেতুর নিচ থেকে যুবক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান লেক থেকে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুন)  রাতে বনানী-গুলশানের সংযোগস্থল ফখরুউদ্দিন সেতুর নিচ থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ডুবুরি তাকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টায় অজ্ঞাত এক ব্যক্তি আমাদের ফোন করে জানায় গুলশান-বনানীর সংযোগস্থল ফখরুউদ্দিন সেতুর নিচে অর্থাৎ গুলশান লেকের পানিতে এক যুবক পড়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ডুবুরিসহ ফায়ার সার্ভিসের একটি টিম যায়। পরে রাত ৮টায় লেকের পানি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঐ যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলম জানান, নিখোঁজ যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স ২৮ এর কাছাকাছি। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসকরা তার সর্বশেষ অবস্থার বিষয়ে বলতে পারবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ যুবকের নাম রমজান। তার বাবার নাম সাইফুল। তিনি পরিবারের সঙ্গে কড়াইল বস্তিতে থাকতেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানা গেছে।

জেডআই/
আর্কাইভ