 
              প্রকাশিত: মে ৭, ২০২৩, ১০:০৯ পিএম
 
                 
                            
              ঘূর্ণিঝড় মোচা কোথায় গিয়ে আছড়ে পড়বে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ‘মোচা’র সম্ভাব্য গতিপথ নিয়ে বিশ্লেষন শুরু করেছে ভারতের আবহাওয়া অফিস। এটি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে, নাকি ওড়িশ্যায়- তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
এমনকি কোথায় আছড়ে পড়বে, কত গতিতে আছড়ে পড়বে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস।
তারা মনে করছে, অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার সম্ভাবনা কমছে। তাহলে মোচা আঘাত হানতে পারে 
তামিলনাড়ু, ওড়িশ্যা এবং পশ্চিমবঙ্গে। এই তিন রাজ্যের মধ্যে কোথায় সেটি আঘাত হানবে, তাও এখনো নিশ্চিত না। তাই মোচা নিয়ে আশঙ্কা বাড়ছে জনমনে।
তবে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস ধারণা দিয়ে জানাচ্ছে, ‘মোচা’ আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশ্যায়। আর ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে আগামী সপ্তাহেই।
                      
‘মোচা’র আছড়ে পড়ার সম্ভাব্য অঞ্চল বিশাল। তার গতিপথের মধ্যে ওড়িশ্যা থেকে মিয়ানমার রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। ফলে এই বিশাল অঞ্চলের কোথায় ‘মোচা’ তাণ্ডব চালাবে, সেদিকেই নজর সবার।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      