• ঢাকা শুক্রবার
    ১০ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন : গ্রেফতার ৪১৩, জরিমানা ১৩ লাখ

প্রকাশিত: জুলাই ৫, ২০২১, ০৮:১১ পিএম

কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন : গ্রেফতার ৪১৩, জরিমানা ১৩ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলছে সরকার আরোপিত কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধের পঞ্চম দিন আজ ( জুলাই) দিনেও বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ্যাব, কোস্টগার্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি নির্দেশনা বিধিনিষেধ অনুযায়ী জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ থাকলেও অনেকেই তা মানছেন না।

সরকারি বিধিনিষেধ না মানায় আজ রাজধানীতে ৪১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জরিমানা করা হয়েছে ১৩ লাখ টাকারও বেশি। পাশাপাশি ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৪৩ জনকে ৯৮ হাজার ৪৫০ টাকা এবং ৫২৬টি গাড়িকে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন।

সোমবার ( জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে রাজধানীতে ডিএমপির ৮টি বিভাগের অভিযানে আইনি ব্যবস্থা নেয়া হয়। গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

ডিএমপি সূত্রে জানা যায়, লকডাউনের পঞ্চম দিনে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৪১৩ জনকে গ্রেফতার করা হয়। বিধিনিষেধ উপেক্ষা করে ঘরের থেকে বের হওয়ায় ২৪৩ জনকে ৯৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ৫২৬টি গাড়িকে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেন ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ট্রাফিক বিভাগ।

ভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৬১৮ জনকে গ্রেফতার এবং ভ্রাম্যমাণ আদালত ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করেন। সময় ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৯৬টি গাড়িকে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করে।

চলতি লকডাউনের প্রথম চার দিনে রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় প্রথম দিন ৫৫০ দ্বিতীয় দিন ৩২০, তৃতীয় দিনে ৬২১ জনকে এবং চতুর্থ দিনে ৬১৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

মামুন/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ