• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

দুটি বিদ্যুৎকেন্দ্রসহ ২৬টি প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩, ০৩:০২ এএম

দুটি বিদ্যুৎকেন্দ্রসহ ২৬টি প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আশুগঞ্জে ৫৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। এ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের মূল্য হবে প্রতি কিলোওয়াট ৬.২৫ টাকা। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে কমিটি। বিদ্যুতের ক্রয়মূল্য হবে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১.০৫ টাকা।

বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুটি বিদ্যুৎকেন্দ্রসহ মোট ২৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্পন্সর কোম্পানি প্রিসিশন এনার্জি লিমিটেড এর ২য় দফা (৫ বছর) চুক্তির মেয়াদ ৬ এপ্রিল উত্তীর্ণ হয়। মূল চুক্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে পাঁচ বছর মেয়াদ বাড়ানো হয়। ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে সংশোধিত চুক্তি সম্পাদনের অনুমোদনের জন্য প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বর্ধিত মেয়াদে কোম্পানিকে ১ হাজার ২০৫ কোটি টাকা পরিশোধ করতে হবে। এছাড়া ময়মনসিংহে সৌর বিদ্যুৎকেন্দ্র যৌথভাবে বাস্তবায়ন করবে ক্যাসিওপিয়া ফ্যাশন লি., জিজি ক্লিন এনার্জি ইকুইপমেন্ট ম্যানুফ্যাচারিং কো. লি. ও ক্যাসিওপিয়া অ্যাপারেল লিমিটেড। ২০ বছর মেয়াদে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১.০৫ টাকা হিসাবে ৩ হাজার ৫৮১ কোটি টাকা পরিশোধ করতে হবে।

এদিকে কৃষকের জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি করার একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৭ কোটি টাকা। আর রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি টন সারের দাম ৩৮৪ মার্কিন ডলার। সে হিসাবে ব্যয় হবে ১২৭ কোটি টাকা। এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। প্রতি টন ৩৭২ ডলার হিসাবে ব্যয় হবে প্রায় ১২৪ কোটি টাকা।

বৈঠকে মোংলা-রামপাল খেয়াঘাট এবং উলানিয়া-মাওয়া, দৌলতদিয়া-নাজিরগঞ্জ, নাজিরগঞ্জ-চর ভবানিপুর, ভবানিপুর-পাকশী পর্যন্ত ড্রেজিংয়ের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

এ ছাড়া মাদারীপুরের শিবচরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির (শিফট) প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৩১২ কোটি টাকা। যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড ও ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড। 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ