• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নৌকার প্রচারে অস্ত্র, সংসদ-সদস্য মেরীকে শোকজ

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ০৮:০৪ এএম

নৌকার প্রচারে অস্ত্র, সংসদ-সদস্য মেরীকে শোকজ

সিটি নিউজ ডেস্ক

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ-সদস্য ও নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরীকে অস্ত্রধারী নিরাপত্তাকর্মী নিয়ে প্রচারণা করায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ তাওহীদা আক্তার বৃহস্পতিবার এই শোকজ করেন। ওইদিনই তার অস্ত্র হোমনা থানায় জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।

ওই নোটিশে মেরীর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে না এই মর্মে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর বেলা ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালতে কারণ জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, নির্বাচনে প্রচারণাকালে অস্ত্র বহন কিংবা প্রদর্শন বিধি মোতাবেক নিষিদ্ধ, তাই ওই অস্ত্রটি এরই মধ্যে জব্দ করে থানায় জমা রাখা হয়েছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ