• ঢাকা শুক্রবার
    ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগ পাবেন শিক্ষকেরা

প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৩:২৪ পিএম

পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগ পাবেন শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধলাখের বেশি শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য ফল প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যেখানে ৩৮ হাজার ২৮৬টি পদে নিয়োগ সুপারিশ করেছে এনটিআরসিএ। তাদের সুপারিশকৃত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। এর পরই নিয়োগ পাবেন তারা।

সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা কোনো ফৌজদারি, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত কি না তা যাচাই করতে উদ্যোগ নেয়া হয়েছে। ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে চিঠি দেবে এনটিআরসিএ।

গত বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে এনটিআরসিএ কর্মকর্তাদের আলোচনা হয়েছে। আলোচনায় শিক্ষামন্ত্রী সুপারিশ করা প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন করতে বলেছেন। সে নির্দেশনা অনুসারে সুপারিশ করা প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। এরপর ওয়েবসাইটে সুপারিশপত্র প্রকাশ করা হবে।

এনটিআরসিএ কর্মকর্তারা বলছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। ছাড়া অনেকের নামে বিভিন্ন মামলা রয়েছে। এদের বিষয়ে যাচাই করতেই এই পুলিশ ভেরিফিকেশন করা হবে।

কর্মকর্তারা জানায়, যারা নতুন শিক্ষক হিসেবে যোগদান করতে যাচ্ছেন, তারা যেন ঝামেলামুক্ত উপায়ে যোগদান করতে পারেন; সেজন্য উদ্যোগ। শিক্ষার্থীরা যেন শিক্ষকদের কাছ থেকে সঠিক শিক্ষা পান সেটিও নিশ্চিত করতেই প্রথমবারের মতো পুলিশ ভেরিফিকেশন করা হবে। শিগগিরই স্থানীয় প্রশাসনকে চিঠি দেবে এনটিআরসিএ।

গত বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যে নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দীর্ঘদিন ফলের জন্য আন্দোলন করছিলেন চাকরিপ্রত্যাশীরা। অবশেষে তারা ফল পেয়েছেন। করোনা সংকটের এমন দুঃসময়ে ওই বিজ্ঞপ্তির ফল প্রকাশ হওয়ায় প্রায় অর্ধলাখ বেকারের মুখে হাসি ফুটছে।

মামুন/সবুজ/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ