 
              প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৪:৫৬ পিএম
 
                 
                            
              আগামী জুন মাসের মধ্যে বাংলাদেশ প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ ক্ষেত্রে আইএমএফ দেবে ১৩০ কোটি ডলার। বাকি ২২০ কোটি ডলার আসবে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবি ও ওপেক থেকে।
এর আগে ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে রফতানি, রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি মনে করেন। মূল্যস্ফীতির ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে এ অবস্থা ধরে রাখতে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা থাকা জরুরি বলেও মনে করেন গভর্নর।
তিনি বলেন, বাজারভিত্তিক করার মানেই যে কোনো দরে কিনবে তেমন না। এখন যে দরে বেচাকেনা হচ্ছে তার আশপাশেই থাকবে বলে তিনি আশা করেন।
গভর্নর আরও জানান, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ ছাড়াই বিনিময় হার স্থিতিশীল রয়েছে। সামনের দিনেও এ ধারা অব্যাহত থাকবে। কেউ বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে। ডলার বাজার স্থিতিশীল রাখতে ৫০০ মিলিয়ন ডলারের ফান্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      