 
              প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৬:১৯ পিএম
 
                 
                            
              গতকাল গোপালগঞ্জে যা ঘটেছে তা দুঃখজনক ও অপ্রত্যাশিত। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তারা সফলভাবে ঘটনাস্থল থেকে সবাইকে অপসারণ করতে পেরেছে। ফলে বাহিনীর ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৭) রাজধানীর বিনিয়োগ ভবনে এক কর্মশালা শেষে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। দেশে শান্তিপূর্ণ সভা-সমাবেশ চলবে এমনটা আমরা প্রত্যাশা করি। হামলায় জড়িতরা গ্রেফতার হবে। অপরাধীদের ধরতে কি ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
নৌকা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না তা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। বাংলাদেশ নাগরিক হিসেবে এটিকে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত বলে মনে করি। নৌকা মার্কা ব্যবহার করে একটি রাজনৈতিক দল তিন দফা মানুষের ভোটাধিকার হরণ করেছে। সেই মার্কাটিকে রাখা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      