• ঢাকা মঙ্গলবার
    ২৮ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:০৫ পিএম

গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

সিটি নিউজ ডেস্ক

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী। এর আগে, তিনি এই অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশে জারি করা হয়। একইসঙ্গে বর্তমান প্রধান প্রকৌশলী শামীম আক্তারকে রিজার্ভে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে এই আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। 

এর আগে, ২০২০ সালে গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ শামীম আখতার। এ পদে দায়িত্ব পাওয়ার আগে তিনি হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। 

গণপূর্ত অধিদফতরের সূত্র বলছে, আগামী ডিসেম্বর মাসে শামীম আখতারের চাকরি মেয়াদ শেষ হবে এবং অবসরে যাবেন। কিন্তু এর দুই মাসে আগেই তাকে রিজার্ভে পাঠানো হয়েছে। 

অভিযোগ আছে, প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম করেন তিনি। বিশেষ করে উন্নয়ন ও মেরামত কাজে বিভিন্ন সময় অনিয়ম প্রমাণিত হলেও সেসব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। যার কারণে বিভিন্ন সময় ব্যাপক সমালোচনার মুখোমুখিও হতে হয়। 

আর্কাইভ