• ঢাকা বৃহস্পতিবার
    ১৩ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৫:১৪ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি

সিটি নিউজ ডেস্ক

‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এ আদেশ জারি করেন।

এর আগে, দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন করা হয়।

এরপর জাতির উদ্দেশে দেয়া ভাষণে আদেশের বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতির তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং প্রয়োজনীর স্বাক্ষর শেষে তা গেজেট আকারে প্রকাশ হওয়ার কথা বলেন।

এর কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ