প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:০৪ এএম
আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১৪ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন নির্ধারণ রয়েছে আজ।
রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেবেন।
ফলে আসামিদের বিচার শুরু হবে কি হবে না তা জানা যাবে। এদিকে এ মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে হাজির করা হবে ট্রাইব্যুনালে।
এর আগে, গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম-নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েও শুনানি করেন।
এদিকে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায়, সেনা কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও দুই পুলিশ কর্মকর্তার পক্ষে আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা। এ মামলায় রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম গ্রেফতার আছেন। তাদের হাজির করা হবে ট্রাইব্যুনালে।