• ঢাকা রবিবার
    ১১ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

ইসলামী ব্যাংক দেখভালে নতুন আইন হচ্ছে: গভর্নর

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৪:৫৬ পিএম

ইসলামী ব্যাংক দেখভালে নতুন আইন হচ্ছে: গভর্নর

সিটি নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংক দেখাশোনার জন্য নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তার মতে, দেশে ইসলামী ব্যাংকিংয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু পুনর্গঠন দরকার। আমানতকারীদের আস্থা অর্জনের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইসলামিক ফাইন্যান্স কনফারেন্সে শনিবার (১০ জানুয়ারি) সকালে তিনি এমন তথ্য জানান।

আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব আমানতকারীদের নিরাপত্তা দেয়া। আগে এক্ষেত্রে ব্যর্থতা থাকলেও বর্তমান কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংকের ওপর আমানতকারীদের আস্থা আবারও ফিরে আসছে। পাঁচটি ব্যাংক একীভূত করে বড় ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এসব ব্যাংকের আমানতকারীরাও ফিরে আসবেন।

গভর্নরের মতে, তারল্য ব্যবস্থাপনার জন্য ইসলামী বন্ড মার্কেট দরকার। তবে এ বিষয়ে কাজ হয়নি। বেসরকারি উদ্যোগে যেসব সুকক বন্ড হয়েছে তা ছোট আকারের। এর মধ্যে বেক্সিমকোর সুকক বন্ড বাজারের সম্ভাবনা নষ্ট করেছে। এটি চাপিয়ে দেয়া হয়েছে।

আর্কাইভ