• ঢাকা শুক্রবার
    ১০ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সপ্তাহে এক কোটি টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৩:৩০ পিএম

সপ্তাহে এক কোটি টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সপ্তাহে এক কোটি মানুষকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার ( আগস্ট) দুপুরে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের জীবনের জন্য জীবিকার দরকার আছে। আবার জীবিকার জন্য তো জীবনও থাকতে হবে। আমাদের এই দুটো ব্যালেন্স করতে হয়। সরকারের সেটি ব্যালেন্স করে চলতে হয়, কিন্তু ব্যালেন্স সব সময় রাখা যায় না।

বিধিনিষেধের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখনও করোনা ঝুঁকিতে পুরো দেশ। করোনা ঊর্ধ্বমুখী, কোনোভাবেই কমছে না। বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে। বিধিনিষেধের মধ্যেই তা মেনে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ‘টিকা কর্মসূচি শুরু করেছি আমরা। করোনার বিরুদ্ধে এটাও একটা বড় হাতিয়ার। টিকা আমরা আগে সেভাবে পাইনি, যার ফলে দিতে পারিনি। এখন প্রত্যেক সপ্তাহে টিকা আসছে। আমরা টিকা দেয়ার একটা বড় পরিকল্পনা হাতে নিয়েছি।

নূর/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ