• ঢাকা রবিবার
    ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

দেশের উন্নয়নে বড় বাধা বিএনপি: তথ্যমন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ১১:৩৮ এএম

দেশের উন্নয়নে বড় বাধা বিএনপি: তথ্যমন্ত্রী

সিটি নিউজ ডেস্ক

বিএনপির নেতিবাচক রাজনীতি দেশের উন্নয়নে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদি এলাকায় ‘আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।


বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতিবাচক রাজনীতি দেশের উন্নয়নে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যেকোনো বিষয়েই তারা নেতিবাচক প্রচারণা চালায়। তাদের এই নেতিবাচক রাজনীতি না থাকলে বাংলাদেশ বহুদূর এগিয়ে যেত।’

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর গণমুখী নীতির কারণে বাংলাদেশ মাছ ও ফসল উৎপাদনে আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জন করেছে। পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য সূচকসহ মাথাপিছু আয়ের সূচকে প্রতিবেশী দেশগুলোকেও ছাড়িয়ে গেছে। কিন্তু সরকারের এতো উন্নয়ন বিএনপির চোখে পড়ে না।’

দেশের আর্থ সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শিল্পকারখানার মালিকরা দেশের উন্নয়নের অগ্রযাত্রায় যেমন সহায়ক ভূমিকা রাখছে, তেমনি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করছে।’

আস্থা ফিড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।

সাজেদ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ