• ঢাকা রবিবার
    ১২ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
নাশকতার মামলা

জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৯৬ জনের বিচার শুরু

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০৬:১৩ পিএম

জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৯৬ জনের বিচার শুরু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। এর মাধ্যমে এ মামলায় তাদের বিচার শুরু হলো।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি হেমায়েত উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

নাশকতার অভিযোগে ২০১২ সালে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ