• ঢাকা বুধবার
    ১৪ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

ভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:০৯ পিএম

ভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের

সিটি নিউজ ডেস্ক

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ শঙ্কার কথা জানান।

মির্জা আব্বাস বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকটি ভাজের মধ্যে রাখা হয়েছে। নির্বাচন যেন পক্ষপাতমূলক না হয়; সেজন্য কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বিএনপির এ সিনিয়র নেতা।

তিনি বলেন, কেউ মবোক্রেসি করার চেষ্টা করলে দায়ভার তাকেই নিতে হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কিছু প্রার্থী উসকানিমূলক কথাবার্তা বলছেন— এমন অভিযোগও করেন তিনি।

এসময়, দলের নেতাকর্মীদের উসকানিমূলক কোনো কর্মকাণ্ডে পা না দেয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ