• ঢাকা মঙ্গলবার
    ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

বদলে গেল সাফ ফুটবলের সূচি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৬:০৮ পিএম

বদলে গেল সাফ ফুটবলের সূচি

ক্রীড়া ডেস্ক

তিনদিন আগে জানানো হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল অক্টোবর শুরু হয়ে চলবে ১৩ তারিখ পর্যন্ত। কিন্তু পূর্ব নির্ধারিত সূচিতে খানিকটা পরিবর্তন এনেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) নতুন সূচিতে ফাইনাল ১৬ অক্টোবর নির্ধারণ করার পাশাপাশি প্রতিটি ম্যাচের মাঝে তিনদিন বিরতি দেয়া হয়েছে।

আগের সূচিতে প্রত্যেক ম্যাচের আগে দুইদিনের বিরতি ছিল। ফিফার নিয়মানুযায়ী তিনদিনের বিরতি থাকা বাধ্যতামূলক। বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ফিফার নিয়মানুযায়ী টায়ার- স্বীকৃতি ্যাংকিংয়ে বেশি পয়েন্টের জন্য প্রতিটি ম্যাচের আগে তিনদিন বিরতি দিতে হয়। যেটা আগে কিছু ম্যাচের আগে দিন করে ছিল।

টুর্নামেন্টের সময় বাড়ায় বাড়বে টুর্নামেন্ট আয়োজনের খরচ। সাফের অর্থনৈতিক সংকট থাকায় সব খরচ বহন করবে মালদ্বীপ। বিষয়ে সাফের সাধারণ সম্পাদক জানান, ‘সাফের সভাপতি চেয়েছেন দলগুলো প্রতি ম্যাচের আগে তিনদিন বিরতি পাক। সভাপতির এমন ইচ্ছে প্রকাশের পর স্বাগতিক মালদ্বীপের সঙ্গে যোগাযোগ করি। এতে তারা সম্মতি দিয়েছে। এরপরই অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। সবাই এতে সম্মতি প্রকাশ করে।

করোনাভাইরাস মহামারির কারণে এক বছর পিছিয়ে চলতি বছর সাফ অনুষ্ঠিত হচ্ছে। আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে অক্টোবরে নেয়া হয়েছে। বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে আয়োজন করার কথা থাকলেও মালদ্বীপে আয়োজিত হচ্ছে এবারের আসর।

এবারের সাফে পাঁচ দল অংশ নেয়ায় রবিন রাউন্ড পদ্ধতিতে খেলা হবে। গ্রুপ ম্যাচ শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।

নতুন সূচিতে বাংলাদেশের ম্যাচসমূহ

অক্টোবর, রাত ১০টা বাংলাদেশ-শ্রীলঙ্কা

অক্টোবর, বিকেল ৫টা বাংলাদেশ-ভারত

অক্টোবর, রাত ১০টা বাংলাদেশ-মালদ্বীপ

১৩ অক্টোবর, বিকেল ৫টা বাংলাদেশ-নেপাল

সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে।

জেডআই/নির্জন

আর্কাইভ