• ঢাকা বুধবার
    ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ: হাসনাত

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১১:৪৪ পিএম

বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ: হাসনাত

ঝিনাইদহ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতে বসে হাসিনা জুলাই বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করছে।  আওয়ামী লীগের প্রেতাত্মরা ভারত ও লন্ডনে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক।

বুধবার (৯ জুলাই) রাতে এনসিপির পদযাত্রা শেষে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আমাদের যুদ্ধ বাংলাদেশ বির্নিমাণের যুদ্ধ। আগে বিচার ও সংস্কার শেষ হোক, তারপর নির্বাচন হবে। নির্বাচিত সরকার বিচার ও সংস্কার করবে কি করবে না, এই নিশ্চয়তার মধ্যে আমরা থাকতে চাই না। আমরা হাসিনার বিচার ও সংস্কার নিশ্চিত হয়েই নির্বাচনে যেতে চাই। তাই গণতন্ত্র উত্তরণের পথে যাতে কেউ বাধা হয়ে না দাঁড়ায় সে দিকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, মধ্য এশিয়ার টেরোরিস্ট হচ্ছে গুজরাটের কসাই মোদি। আরেক টেরোরিস্ট হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হাসিনা নিজে টেরোরিস্ট এবং ছাত্রলীগও টেরোরিস্ট।  

এনসিপির এ নেতা বলেন, বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা। দেশকে নিয়ে দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, নাসির উদ্দীন পাটোয়ারি, তাসনীম জারা, সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ঝিনাইদহের কৃতি সন্তন তারেক রেজা, শহীদ রাকিবের মা হাফিজা খাতুন ও শহীদ সাব্বিরের পিতা আমোদ আলী। 
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ