• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম আইফোন বিক্রি হলো ৩৯ লাখ টাকায়

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ০১:০১ পিএম

প্রথম আইফোন বিক্রি হলো ৩৯ লাখ টাকায়

সিটি নিউজ ডেস্ক

অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল কোম্পানিটির নতুন মডেলের আইফোন ১৪ সিরিজ বাদ দিয়ে পুরোনো একটি আইফোন বিক্রি হলো ৩৯ লাখ ৪২ হাজার টাকায়। নিলামকৃত ওই ফোনটি ছিল প্রথম প্রজন্মের আইফোন।

ফোনটি পুরোনো হলেও অক্ষত ছিল। এটি অব্যবহৃত। বলা যায় আনকোরা। যার সিলও খোলা হয়নি। এলসিজি নিলামে ফোনটির এই বিরাট পরিমাণ দর উঠেছে। ২০০৭ সালে লঞ্চ হওয়া এই আইফোনের দাম ছিল ৫৯৯ মার্কিন ডলার। লেটেস্ট নিলামে ফোনটির দাম ওঠে ৩৯ হাজার ৩৩৯.৬০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৩৯ লাখ ৪২ হাজার ৩৫১ টাকা। যা আসল দামের প্রায় ৬৫ গুণ বেশি। প্রথম প্রজন্মের এ আইফোনে আহামরি কিছু ফিচার নেই। রয়েছে ৮ জিবি স্টোরেজ এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা।

২০০৭ সালের ৯ জানুয়ারি প্রথম আইফোন নিয়ে এসেছিলেন অ্যাপলসহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবস। লঞ্চের প্রায় পাঁচ মাস পরে সেলে হাজির হয় ডিভাইসটি। গেম চেঞ্জার স্মার্টফোন হিসাবে মার্কেটে আত্মপ্রকাশ হয়েছিল প্রথম প্রজন্মের আইফোনের।

 

এসএএস

আর্কাইভ