• ঢাকা শনিবার
    ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টিকা না দিলে টাকা ফেরত দেবে সেরাম : অর্থমন্ত্রী

প্রকাশিত: মে ৫, ২০২১, ০৭:৩৩ পিএম

টিকা না দিলে টাকা ফেরত দেবে সেরাম : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেছেন, চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দিতে না পারলে টাকা ফেরত দেবে ভারতের সেরাম ইনস্টিটিউট। বুধবার ( মে) দুপুরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে তিনি কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আসবে না, সেটাও তো আমরা জানি না। আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলছি। আমরা যখন চূড়ান্তভাবে জানতে পারব যে টিকা আসবে না, তখন চূড়ান্তভাবে এটি নিয়ে কথা বলতে পারব।

টাকা ফেরত আসার বিষয়ে তিনি বলেন, ভ্যাকসিন না এলে অবশ্যই টাকা ফেরত আসবে। এভাবে কোনো দেশ কোনো দেশের টাকা মেরে দেয় নাকি? আমরা লিগ্যাল ডকুমেন্টের মাধ্যমে চুক্তি করেছি। এটা তো গোপন কোনো কাজ নয়। কাগজপত্রে লেখালেখি হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে। সুতরাং কন্ট্রাক্টচুয়াল ডিভিশন তাদেরও আছে, আমাদেরও আছে। আমরা চেষ্টা করছি ভ্যাকসিন আনার জন্য। আমরা অন্যান্য সোর্সেও চেষ্টা করছি ভ্যাকসিনের জন্য।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক চুক্তিতে যেসব শর্ত থাকে সব শর্তই এই চুক্তিতে আছে। আমরা এখনই একদম ঘোষণায় চলে যেতে চাই না যে তাদের সঙ্গে যে চুক্তি করেছিলাম সেই টিকা আসবে না, এমনটি আমরা বলিনি। তারাও এখনও বলেনি যে তারা দেবে না।

বাংলাদেশ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রথম অনুমোদন দেয়। সেরামের মাধ্যমে সেই টিকা আসার কথা। কিন্তু ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় সেই টিকা আনা বন্ধ হয়ে গেছে। এরপর বাংলাদেশ রাশিয়ার টিকার অনুমোদন দেয়। সেই টিকা আসার প্রক্রিয়া চলছে।

নূর/জেএনই/এম. জামান

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ