• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য

বাংলাদেশ ব্যাংক থেকে সম্প্রতি চাকরি ছেড়েছেন ৫৭ কর্মকর্তা

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ১০:৩৬ পিএম

বাংলাদেশ ব্যাংক থেকে সম্প্রতি চাকরি ছেড়েছেন ৫৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংক থেকে সম্প্রতি চাকরি ছেড়েছেন ৫৭ কর্মকর্তা।  গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

বলা হচ্ছে, বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) অন্য চাকরিতে যোগ দিতে  বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়েছেন এসব কর্মকর্তা।

যারা চাকরি ছেড়ে গেছেন এদের মধ্যে রয়েছেন একজন উপপরিচালক, ৫৫ জন সহকারী পরিচালক ও একজন অফিসার। তাদের মধ্যে ৪৮ জনের পদত্যাগ কার্যকর হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার। এছাড়া গত ৩১ মার্চ, ১৫ ও ১৬ এপ্রিল একজন করে, ১৮ এপ্রিল ২ জন এবং ২১ এপ্রিল ৪ জনের পদত্যাগ কার্যকর হয়েছে। 

চাকরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তা বেশির ভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন।  খুলনা ও বরিশাল অফিসে ৩ জন করে, সিলেট অফিসে ২ জন, মতিঝিল, চট্টগ্রাম ও রংপুর অফিসে একজন করে কর্মরত ছিলেন।

একসময় অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে সুযোগ-সুবিধাও কিছুটা বেশি পেতেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তরা। ধীরে ধীরে তা কমিয়ে অন্য চাকরির মতোই করা হচ্ছে। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন কেউ কেউ।  

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ