 
              প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০৩:১৯ পিএম
 
                 
                            
              বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসা তিন দিনের সফরে আজ (শনিবার) ঢাকায় আসছেন। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রাইসার সঙ্গে বাংলাদেশ ও ভুটানের বর্তমান কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকও থাকবেন। যিনি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।
জানা গেছে, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাইসা। বিশ্বব্যাংক সমর্থিত একটি প্রকল্পও পরিদর্শন করবেন।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, আমি আবার বাংলাদেশে আসতে পেরে এবং সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যেতে পেরে আনন্দিত। এ আলোচনা জনগণের জন্য সুযোগ তৈরি করতে সহায়তা করবে।
আবদুলায়ে শেখ বলেন, ‘আমি বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। কারণ, দেশটি ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের যোগ্যতা অর্জনের লক্ষ্যে কাজ করছে।
আইএ/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      