• ঢাকা মঙ্গলবার
    ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সাশ্রয়ী না হলে আমরা বাঁচতে পারব না: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০৪:২৫ এএম

সাশ্রয়ী না হলে আমরা বাঁচতে পারব না: বাণিজ্যমন্ত্রী

সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব তপন কান্তি ঘোষ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারের যা অবস্থা তাতে আমরা সাশ্রয়ী না হলে বাঁচতে পারব না। তাই রমজানের আগে হুড়াহুড়ি না করে আস্তে ধীরে ক্রেতাদের পণ্য কিনতে পরামর্শ দেন তিনি।
মঙ্গলবার (১৪ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কাওরান বাজারের টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্ববাজারে পণ্যের দাম বেড়েছে এ কথা যেমন সত্যি, তেমনি এটিও সত্যি যে ক্রেতাদেরও পণ্য কিনতে কষ্ট হচ্ছে। তাই সপ্তাহান্তে বাজারে ক্রেতাদের হায়-হুতাশ শোনা যায়।’
বাজার নিয়ন্ত্রণের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সারা রোজার মাস বাজার তদারকি অভিযান চালু থাকবে। আমাদের অল্প জনবল নিয়ে পুরো বাজার ব্যবস্থাকে সামলাতে হয়। সীমাবদ্ধতা আছে এ কথা অস্বীকার করার কিছু নেই। কিন্তু রোজার সময়ে যাতে কেউ পণ্য মজুত করে দাম বাড়াতে না পারে, সে বিষয়ে ভোক্তা অধিকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি বজায় থাকবে।’


তবে শুধু কেন খুচরা বাজারেই অভিযান চালানো হচ্ছে, এ প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘আমরা সবখানেই অভিযান চালাই। খাতুনগঞ্জ ও শ্যামবাজারের মতো বড় বড় বাজারগুলোতেও অভিযান পরিচালনা করা হয়।’
বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার পেছনে খুচরা ও পাইকারি ব্যবসায়ী উভয়ই দায়ী মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাউকে একা দোষ দেয়া যাবে না। এটির মূলে ব্যবসায়ীদের মানসিকতার সমস্যা। প্রধানমন্ত্রীও বলেছেন, ব্যবসায়ীদের রমজান মাসে সংযমী আচরণ করতে হবে।’
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

 

আরিয়ানএস/

আর্কাইভ